স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসল করতে নেমে মানসিক ভারসাম্যহীন এক কিশোর নিখোঁজ হয়েছেন। তার নাম মো: মিরাজুল ইসলাম (২২)। রোববার বিকেলে চৌহালী উপজেলা বাঘুটিয়া ইউনিয়নের ভূতের মোড় এলাকা সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ কিশোর বাঘুটিয়া ইউনিয়নের উত্তর হাটাইল গ্রামের ইউপি সদস্য মৃত আনোয়ার হোসেনের ছেলে মিরাজুল ইসলাম ।
চৌহালী নৌ পুলিশ নিখোঁজের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
নিখোঁজের প্রতিবেশী জানান, কিশোর মিরাজুল ইসলাম প্রচন্ড গরমে । যমুনায় গোসলে নামলে আর উঠতে পারেনি পরে পানিতে তলিয়ে যায়। রোববার বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ওসি গাজী মিজানুর রহমান জানান, খবর পেয়ে নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা নিখোঁজ মিরাজুল ইসলামের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। রাত পৌনে ৮ টা পর্যন্ত কিশোরের খোঁজ পাওয়া যায়নি।