স্টাফ রিপোর্টার-
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে সাবেক সংসদীয় আসন সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুরের একাংশ) পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে “সাবেক সংসদীয় আসন সিরাজগঞ্জ-৬ পুনর্বহাল বিষয়ক লিয়াজো কমিটি”র সভাপতি প্রভাষক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এনায়েতপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, লিয়াজো কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. আল মামুন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদ, থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইউসুফ আলী খান জয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, সাবেক সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুরের একাংশ) সংসদীয় আসন বিলুপ্ত করে সিরাজগঞ্জ-৫ সংসদীয় আসনের সঙ্গে যুক্ত করার ফলে আসনটির ভৌগোলিক সীমানা বিশাল হয়ে গেছে, যা সয়দাবাদ থেকে মানিকগঞ্জ পর্যন্ত বিস্তৃত। এই বিশাল এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা একজন সংসদ সদস্যের পক্ষে সম্ভব নয়। যার ফলে গত ১৫-১৬ বছরে চৌহালী ও এনায়েতপুরে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। বক্তারা দ্রুত সিরাজগঞ্জ-৬ আসন পুনর্বহালের দাবি জানান।