• সোমবার, ১০ মার্চ ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে নারী কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতার ড্রাইভার সাভারে অশ্লীল ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ, গ্রেপ্তার ১ চৌহালীতে পুরাতন জামে মসজিদ নিজের নামে নামকরণের অভিযোগ-(১) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে চৌহালীতে আলোচনা সভা  চৌহালীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা  কলেজ ছাত্র দলের কমিটি বাতিল করে নতুন কমিটির দাবিতে ছাত্র দলের একাংশের বিক্ষোভ মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের র‍্যালি চৌহালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া নতুন দলের নাম জাতীয় নাগরিক পার্টি; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার চৌহালী সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠন

সাভারে নারী কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতার ড্রাইভার

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

ডেক্স রিপোর্টঃ

সাভারে ইতি খানম (৩৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলকে পিটিয়ে আহত করেছেন বিএনপি নেতার গাড়ি চালক। অভিযুক্ত সোহেল বাবু সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লা’র ব্যক্তিগত ড্রাইভার হিসেবে কর্মরত।

রোববার দুপুরে সাভার পৌর এলাকার থানা বাসস্ট্যান্ডে এলাকায় নারী কনস্টেবলের উপর হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত ইতি খানম কালিয়াকৈর থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। তিনি সাভার মডেল থানার ভেতরের কোয়ার্টারে পরিবার নিয়ে থাকেন।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কনস্টেবল ইতি খানম রিকশায় করে যাচ্ছিলেন। এ সময় বাকবিতণ্ডায় জড়িয়ে এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লা’র ড্রাইভার সোহেল বাবু। পরে অকথ্য ভাষায় গালিগালাজ পালিয়ে যান অভিযুক্ত ড্রাইভার। আহত অবস্থায় ইতিকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

কনস্টেবল ইতি খানম জানান, তার ডিউটি ছিল কালিয়াকৈর থানায়। প্রতিবন্ধী বাচ্চাকে রেখে আসতে দেরি হওয়ায় রাস্তায় জ্যামে পড়েন। তাই রিকশা চালককে দ্রুত এক পাশ দিয়ে যেতে বলেন। এসময় সোহেল নামের ওই ড্রাইভারকে অনুরোধ করে একটু সাইট দিতে বলেন। পুলিশ কনস্টেবল পরিচয় দেয়ার পরও অকথ্য ভাষায় গালিগালাজ করেন সেই ড্রাইভার। এক পর্যায়ে গাড়ি থেকে লাঠি বের করে পেটানো শুরু করেন। তাকে বাধা দিলেও রিকশায় বসা অবস্থায়ই মারধর করতে থাকেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে জানতে পারেন তার পায়ে ফ্যাক্সার হয়ে গেছে।

এ বিষয়ে সাভার পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আহসান উল্লা বলেন, ঘটনা শোনার পর আমাদের পক্ষ থেকেই ড্রাইভারকে পুলিশের কাছে সোপর্দ করেছি। ড্রাইভারের বিষয়টিতে আমাকে জড়ানোর ব্যাপারটি বিব্রতকর।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, কালিয়াকৈর থানার কর্মরত ওই নারী কনস্টেবলের ওপর হামলার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!