স্টাফ রিপোর্টারঃ
সাভারে চাঁদা দাবি করতে গিয়ে জনতার হাতে ধাওয়া খেয়েছেন কথিত বিএনপি নেতা বাদল খান। সোমবার (১০ মার্চ) দুপুরে হেমায়েতপুরের চলন্তিকা হাউজিংয়ে এক জমির মালিকের কাছে চাঁদা চাইতে গেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, ব্যবসায়ী রোকনের ১৩ শতাংশ জমি থেকে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন বাদল খান, বাটপার মজিবর, চাঁদাবাজ বাবুল খানসহ আরও ১৫-২০ জন সন্ত্রাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসীরা নিজেদের বিএনপি নেতা দাবি করে জমির মালিক রোকনের কাছ থেকে চাঁদা দাবি করে। তবে রোকন চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা হামলা করার চেষ্টা করেন। এসময় স্থানীয়রা এগিয়ে এসে তাদের ধাওয়া করলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগী রোকন অভিযোগ করে বলেন, ‘সন্ত্রাসী বাদল খান আমাকে ডেকে নিয়ে বিএনপি নেতা পরিচয় দেয়। এসময় তার সাথে আরোও লোকজন ছিলো। তারা আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা না দিতে চাইলে বাদল খানসহ তার সন্ত্রাসী দল আমাকে হুমকি দেয় এবং হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা এগিয়ে এসে তাদের ধাওয়া দেয়।’
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, চাঁদাবাজির এই ঘটনা রাজনৈতিক পরিচয়ের আড়ালে সন্ত্রাসী কার্যকলাপের একটি নতু্ন উদাহরণ। এদেরকে একসময় আওয়ামিলীগ করতে দেখতাম। আওয়ামিলীগের হয়ে চাঁদাবাজি করতো, এখন একই লোকজন্দের বিএনপি হিসেবে দেখছি।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’