
স্টাফ রিপোর্টার-
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তি করার প্রতিবাদে চৌহালী উপজেলা কৃষকদলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে কৃষকদলের নেতাকর্মীরা।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে চৌহালী উপজেলা বিএনপির পার্টি অফিস থেকে এই মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বেবিষ্ঠান চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় চৌহালী উপজেলা কৃষকদলের সভাপতি মো: শওকত হোসেন কদ্দুস এর সভাপতিত্বে ও কৃষকদলের সাধারণ সম্পাদক মো: হেলাল উদ্দিন মন্ডল এর সঞ্চালনায় । এতে প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: রমিউজ্জামান লুৎফর, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রেজাউল করিম মুন্সী, খাষপুকুরিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো: জিন্নাহ সিকদার, খাষকাউলিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো: নজরুল ইসলাম, যুব দলের দপ্তর সম্পাদক মো: রুবেল মোল্লা ও জিয়া পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ সহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা বলেন, “দেশে পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের মানহানি করার অপচেষ্টা চলছে। শহীদ জিয়ার ছবি অবমাননা করে দেশের মুক্তিযুদ্ধ ও ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”
তারা আরও বলেন, এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তোলা হবে। অচিরেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও জানান নেতারা।