• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন নাগরপুর ভাড়রা ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এম এ ছালামের লিফলেট বিতরণ নাগরপুর-দেলদুয়ারে বিএনপির মনোনয়ন প্রত্যাশির মোটরসাইকেল শোডাউন ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন চৌহালীতে গণঅধিকার পরিষদ নেতার নির্বাচনী প্রচারণা সাভার নির্বাচন অফিসে হয়রানির অভিযোগ — কাগজপত্র ঠিক থাকলেও মিলছে না সেবা এনসিপির প্রচেষ্টায় স্থায়ী হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চৌহালী বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে চৌহালীতে   কৃষক দলের বিক্ষোভ নাগরপুরে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ রোপণ বন্ধের দাবিতে মানববন্ধন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে চৌহালীতে   কৃষক দলের বিক্ষোভ

Reporter Name / ১৩২৪ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার-

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তি করার প্রতিবাদে  চৌহালী উপজেলা কৃষকদলের  নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে কৃষকদলের নেতাকর্মীরা।

শুক্রবার (১৮ জুলাই)  বিকেলে চৌহালী  উপজেলা বিএনপির পার্টি অফিস  থেকে এই মিছিলটি বের হয়। মিছিলটি  উপজেলার  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বেবিষ্ঠান  চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময়  চৌহালী উপজেলা কৃষকদলের সভাপতি মো: শওকত হোসেন কদ্দুস এর সভাপতিত্বে  ও কৃষকদলের  সাধারণ সম্পাদক মো: হেলাল উদ্দিন মন্ডল এর সঞ্চালনায় । এতে প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: রমিউজ্জামান লুৎফর, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রেজাউল করিম মুন্সী,  খাষপুকুরিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো: জিন্নাহ সিকদার, খাষকাউলিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো: নজরুল ইসলাম, যুব দলের দপ্তর সম্পাদক মো: রুবেল মোল্লা ও জিয়া পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ সহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা বলেন, “দেশে পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের মানহানি করার অপচেষ্টা চলছে। শহীদ জিয়ার ছবি অবমাননা করে দেশের মুক্তিযুদ্ধ ও ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”

তারা আরও বলেন, এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তোলা হবে। অচিরেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও জানান নেতারা।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!