• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচনে আস্থা ও ভরসায় ডাঃ কামরুজ্জামান

Reporter Name / ১৬২ Time View
Update : বুধবার, ২২ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনগনের আস্থা ও ভরসায় ডাঃ কামরুজ্জামান।

সদ্য সাবেক পদত্যাগকারী জেলা পরিষদের চৌকস সদস্য ও আওয়ামী লীগ নেতা এবং বিশিষ্ট চিকিৎসক ডাঃ কামরুজ্জামান জামান এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

সোমবার (১৪ মে) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তিনি লটারির মাধ্যমে আনারস প্রতীক পেয়েছেন। এসময় উপজেলার অন্যান্য চেয়ারম্যান প্রার্থীদেরও প্রতীক বরাদ্দ দেয়া হয়।

আনারস প্রতিকের চেয়ারম্যান ডাঃ কামরুজ্জামান বলেন, ফুলবাড়িয়াবাসীর প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। তারাই আমার শক্তি। আমি ফুলবাড়িয়া উপজেলাকে দেশের অন্যতম স্মার্ট ও আধুনিক উপজেলা হিসাবে গড়ে তুলতে বদ্ধ পরিকর।

কেননা জনগণই সকল ক্ষমতার উৎস দাবী করে বলেন, আপনাদের ভোটে যদি আমি বিজয়ী হতে পারি, তাহলে ফুলবাড়িয়ার অসমাপ্ত কাজগুলো প্রথমেই শেষ করবো ইনশাআল্লাহ। আমার লক্ষ্য থাকবে, গ্রামীন সমাজ ব্যবস্থাকে নগরের আদলে উন্নয়ন অগ্রযাত্রায় সামিল করা।

তিনি আরও বলেন, আমি উপজেলা চেয়ারম্যাল নির্বাচিত হয়ে সদরের বিভিন্ন ইউনিয়নের রাস্তা স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, সংস্কার করে গরীব দুঃখী মেহনতী মানুষের মাঝে বয়স্কভাতা বিধবাভাতা সঠিকভাবে বিতরণ করবো এবছ বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে গ্রাম্য শালিসের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সমস্যার সমাধানে নিরলসের কাজ করবো। জনগনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সুখ- দুঃখে পাশে থাকবো, আমি বিজয়ী হতে পারি আর না পারি।

ভোট আপনাদের আমানত, এটাকে সঠিকভাবে প্রয়োগ করার দায়িত্ব আপনাদের (ভোটাধিকার) কখনও দায়িত্বহীনতার পরিচয় দিবেন না বলে আশা করি। এতে করে খারাপ মানুষ নির্বাচিত হয়ে যাবে। ক্ষতি হবে আপনাদের জেনেশুনে ক্ষতির মুখে পড়বেন না। যোগ্য যদি কাউকে মনে করেন নির্দ্বিধায় তাকে ভোট প্রদানল করবেন।

অযোগ্য, মোনাফেক কাউকে নেত নির্বাচিত করে পশ্চাৎপদে নিয়ে যাবেন না প্রিয় ফুলবাড়িয়াটাকে। আমি আপনাদের সন্তান আপনারই আমার চিন্তা চেতনায় বিরাজমান আমার ব্যক্তিগত কোন চাওয়া পাওয়া নেই আপনাদের জন্য আমৃত্যু কাজ করে যেতে চাই। আমি চেষ্টা করেছি সন্ত্রাস মুক্ত গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন। কতটুকু পেরেছি, তার মূল্যায়নের ভার আপনাদের হাতে ছেড়ে দিলাম আমি উপজেলা পরিষদকে কখনও ব্যক্তি স্বাথে ব্যবহার করবো না।

এই উপজেলাকে সর্বদা চেষ্ট করবো আপনাদের মঙ্গলের জন্য পরিচালিত করতে। আমার লক্ষ্য ছিল আপনাদের (জনগণের) সেবক হতে, মূল্যায়নের ভার ছেড়ে দিলাম আপনাদের কাছে।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!