মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার প্রাচীনতম এবং বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান ফুলবাড়িয়া কলেজ এর গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কাস্টমস এর অতিরিক্ত কমিশনার, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম।
এই কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আনন্দমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমান উল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমতিক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানার স্বাক্ষরিত স্মারক নং ৬০২৯৮-এ গত ১৪ সেপ্টেম্বর স্বাক্ষরিত চিঠিমূল্যে এ তথ্য নিশ্চিত করেছেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন।
ফুলবাড়িয়া উপজেলা সর্ববৃহৎ এই বেসরকারি কলেজটিতে এইচএসসি, ডিগ্রি, সাত বিষয়ে অনার্স এবং মাস্টার্স সহ বিভিন্ন শ্রেণিতে ৫ হাজার ১৭১ শিক্ষর্থী অধ্যয়ন করছেন। ড. মোহাম্মদ তাজুল ইসলামের গতিশীল নেতৃত্বে এ কলেজটিতে লেখাপড়ার মান উন্নয়ন ছাড়াও অবকাঠামোর উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কলেজের মধ্যে একটি উল্লেখযোগ্য কলেজ হিসেবে এগিয়ে যাবে বলে কলেজ শিক্ষক, কর্মচারী ও শিক্ষর্থী অভিভাবকরা মনে করেন।
ড. মোহাম্মদ তাজুল ইসলাম কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় অভিভাবক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী তাকে অভিনন্দন জানিয়েছেন।