• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

ফুলপুরে বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্প পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার 

Reporter Name / ৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

সাইফুল ইসলাম তরফদার (ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও প্রকল্প পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব/সার্বিক) তাহমিনা আক্তার।

বুধবার (১২ জুন) তিনি ফুলপুরে আগমন করেন এবং দিনব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। ময়মনসিংহ থেকে ফুলপুরে আসার পথে প্রথমেই তিনি ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম, এটিও শরীফ খান, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এরপর ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান অতিরিক্ত বিভাগীয় কমিশনার। সেখানে গিয়ে তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে  কথা বলেন এবং ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সার্বিক খোঁজ খবর নেন ও তাদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। ফুলপুর পাইলট স্কুল থেকে ফুলপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স পরিদর্শনে যান। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স পরিদর্শন শেষে সেখানে তিনি একটি আম গাছের চারা রোপণ করেন। এরপর অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফুলপুর কেজি স্কুল পরিদর্শন করেন। সেখানেও একটি গাছের চারা রোপন করেন। সেখান থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শনে আসেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার ফুলপুর উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সামনে এসে পৌঁছলে উপজেলা চেয়ারম্যান মেহাম্মদ হাবিবুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এরপর তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি ক্রিস্টমাস গাছের চারা রোপণ করেন এবং ৬ জন প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন ও উপজেলা প্রশাসনের সার্বিক খোঁজ খবর নেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম,  সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শরীফ খান, ফুলপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক ফকির রাসেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!