• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, জানা গেল ঈদুল আজহার তারিখ

Reporter Name / ১৫৫ Time View
Update : শনিবার, ৮ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার(ঢাকা): দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৭ জুন দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

শুক্রবার (৭ জুন) বায়তুল মোকাররমের ইসলামি ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে রাতে এ কথা জানিয়েছেন কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খান।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় রংপুর বিভাগের পীরগাছায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। ফলে ৮ জুন (শনিবার) থেকে ১৪৪৫ হিজরি সালে পবিত্র জিলহজ মাস শুরু হবে। এছাড়া ১৭ জুন (সোমবার) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ইনশাআল্লাহ।

এ সময় দেশবাসীকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানান মন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ শুক্রবার আরবি বর্ষপঞ্জিকার ১২তম এ মাসের প্রথম দিন। এই হিসেবে আগামী ১৫ জুন মধ্যপ্রাচ্যের দেশটিতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আর পরদিন ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

তবে বৃহস্পতিবার সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেলেও সংযুক্ত আরব আমিরাত ও ওমানে চাঁদ দেখা যায়নি। তাই এই দুই দেশে শনিবার (৮ জুন) থেকে জিলহজ মাস শুরু হবে এবং সৌদি আরবের পরের দিন ঈদুল আজহা উদযাপিত হবে। অর্থাৎ, এই দুই দেশে আগামী ১৭ জুন ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!