স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” এই শ্লোগান সামনে রেখে ঈদ-উল- আযহা উপলক্ষে ফুলবাড়ীয়া উপজেলার নিশিন্দার পাড় গ্রামে, মানিক মন্ডলের বাড়ির পাশের মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
খেলায় সাকিল একাদশ, মামুন একাদশ কে পরাজিত করে জয়লাভ করে।
বুধবার (১৯জুন) বিকাল পাঁচটায় নিশিন্দার পাড় ক্রীড়া উন্নয়ন সংঘ কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন করেন আছিম ইউনিয়ন এর কৃতি সন্তান জনাব এম.জি রাব্বানী।
জনাব মোঃ আজিজুল হক এর সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, মোঃ আমিনুল ইসলাম মিলন, মোঃ দেলোয়ার হোসেন, নিশিন্দার পাড় ক্রীড়া উন্নয়ন সংঘ সদস্য সহ এলাকার সকল শ্রেণীর মানুষ।
খেলা শেষে দুই দলের মধ্যে পুরষ্কার তুলে দেন অতিথিরা।