স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের চৌহালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে ৷
বুধবার(২৬মার্চ) সকালে চৌহালী সরকারি কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আইসিটি অফিসার স্বম্পা কর্মকার ও ইউআরসি চঞ্চল কুমার মিস্ত্রির পরিচালনায় দিবসটির শুরুতে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, শিক্ষা প্রতিষ্ঠানে, স্বায়ত্তশাসিত এবং ব্যক্তিমালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়। দিবসটি উপলক্ষে সকাল থেকে রাত পর্যন্ত জাতীয় পতাকা ও বিভিন্ন রঙের পতাকা ও আলোক সজ্জায় সজ্জিত করা হয়।
চৌহালী সরকারি কলেজ মাঠে পুলিশ,আনসার ভিডিপি, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র / ছাত্রীদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার পুরুষ্কার তুলে দেন।