• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

বরিশালে ডিবি পরিচয়ে চাঁদাবাজির সময় ছাত্র দল নেতাকে গনধোলাই।

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

যমুনা নিউজ ডেক্স-
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির সময় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও ছাত্রদল নেতাকে গণধোলাই দিয়েছে জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
রাতে উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকা এই ঘটনা ঘটে। বরিশাল নগর পুলিশের বিমানবন্দর থানার ওসি জাকির হোসেন শিকদার ঘটনার সত্যতা স্বীকার করেন।
গ্রেফতারকৃতরা হলেন- জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার এসআই রেদোয়ান ও বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাসেল আকন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাধবপাশা এলাকায় রাতে কয়েকজন যুবক তাস দিয়ে জুয়া খেলছিল। এ সময় ডিবি পুলিশ পরিচয়ে সেখানে হানা দেয় কয়েকজন ব্যক্তি। তারা ওই যুবকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নিয়ে যান। এলাকাবাসীর সন্দেহ হলে বিমানবন্দর থানার ওসিকে জানানো হয়। ওই থানার কেউ অভিযানে যায়নি- ওসি এ তথ্য নিশ্চিত করলে এলাকাবাসী দুজনকে আটক করেন। অপর দুজন পালিয়ে যান।
বিমানবন্দর থানার ওসি জাকির হোসেন শিকদার বলেন, রেদোয়ান ও রাসেলের বিরুদ্ধে প্রতারণা মামলা করেছেন ভুক্তভোগী সৌরভ। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ নির্দেশ দেন।
মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমাযুন কবীর বলেন, তাদের কমিটিতে একজন সহসভাপতির নাম সাকিবুল হক রাসেল। মাধবপাশায় গ্রেপ্তার হয়েছেন রাসেল। দুজন একই ব্যক্তি বলে তারা জানতে পেরেছেন। চাঁদাবাজির অভিযোগ সত্য হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে
Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!