• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

চৌহালীর দক্ষিণ অঞ্চলে সেতুর অভাবে রাস্তা ঘাটের বেহাল অবস্থা

Reporter Name / ৩৪ Time View
Update : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ-

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা ৪টি সেতুর অভাবে দক্ষিণ অঞ্চল অচল হয়ে পরেছে।

উপজেলা সদর জোতপড়া বাজার থেকে খাষপুকুরিয়া ইউপির বাবলাতলা থেকে মিটুয়ানি পাকার মাথা পর্যন্ত সড়ক পথ, রেহাই পুকুরিয়া নতুন পারা ব্রীজ থেকে রেহাই পুকুরিয়া বাজার, রেহাই পুকুরিয়া উত্তর পারা কাঠের সাঁকো থেকে চরনাকালিয়া তালুকদার বাড়ি হয়ে সুম্ভদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, তিন রাস্তা থেকে মডেল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স,বিনানই মরা নদী ব্রীজ, সলিমাবাদ ব্রীজ ও ভুতের মোর পর্যন্ত রাস্তা নয় যেন মরণফাঁদ। যোগাযোগ বিচ্ছিন্ন জরাজীর্ণ মরণফাঁদ ৪টি কাঠের সাঁকোর স্থানে আজও পাইলিং সেতু স্থান করে নিতে পারেনি এক যুগেও। ব্যবসা বানিজ্য ও কৃষি পণ্য রপ্তানি ও বাজার জাতকরণ নিয়ে বিপাকের সেতু হচ্ছে মোকার ভাঙ্গা বেইলি সেতু,কোদালিয়া দক্ষিণ পারা জামে মসজিদ এর পাশে খালের ওপর ব্রীজ ভাঙ্গা, বাঘুটিয়া ইউনিয়নে রেহাই পুকুরিয়া বাজারের উত্তর পাশের কাঠের সাঁকো, চরনাকালিয়া তালুকদার বাড়ির সংলগ্ন কাঠের সাঁকো।
এছাড়াও উপজেলা বৈন্যা মোর থেকে রেহাই পুকুরিয়া বাজারের উত্তর পাশের সড়ক ভাঙ্গা পর্যন্ত যাতায়াতের কষ্ট এখনো কাটেনি।
সরকারের পক্ষ থেকে হাইওয়ে সড়ক পথ মেরামত সংস্করণ ও বেইলি সেতুর স্টীল আজও উদ্ধার করা হয়নি। ওই সব স্থানে প্রতি বছর বাঁশ ও কাঠের সাকো শুধুই স্মৃতি ব্যবহার অযোগ্য সরেজমিন।
পথচারী, ছাত্র ছাত্রী ও এলাকা বাসিকে বর্ষা মৌসুমে নৌকা ও শুকনো মৌসুমে পায়ে হেঁটে এবং ফসলি জমির ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। সড়ক পথে যানবাহন যাতায়াতের মরণফাঁদ দক্ষিণ অঞ্চল। রাস্তাটি মেরামত ও বেইলি সেতু উদ্ধার এবং ভাঙ্গায় পায়লিং ব্রীজ(সেতু) নির্মাণের দাবি দক্ষিণ অঞ্চল বাসির।
এলাকা বাসি জানায় দীর্ঘদিন ধরে সরকারের কোটি কোটি টাকা ব্যায়ে বেইলি সেতুটি মাটিতে পড়ে আছে উদ্ধারের জন্য এবং সড়ক পথ মেরামতে এগিয়ে আসছেন না হাইওয়ে কর্তৃপক্ষ।
বাঘুটিয়া ইউপি সদস্য দেওয়ান মতিউর রহমান মতি বলেন, বাঘুটিয়া ইউনিয়নে গুরুত্বপূর্ণ এ রাস্তায় উন্নয়ন কাজ শুরু করেছে একংশ, তবে সড়ক পথ ও কাচা রাস্তার বেহালদশা, ব্রীজ সংকটে হাবুডুবু খাচ্ছে মানুষ, কৃষক কৃষি পণ্য নিয়ে যেমন বিপাকে-তেমনি ব্যবসায়ী ও সাধারণ জনগণের কষ্ট আকাশ সমান।
খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে মোকার ভাঙ্গায় বেইলি সেতু পানিতে পড়ে আছে উদ্ধার করা হচ্ছে না তেমনি হাইওয়ে সড়কের বেহাল দশা। উপজেলা পরিষদ মাসিক সাধারণ সভায় বিষয়সহ উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেও কোন সুফলের আশ্বাসবানি পাইনি।

এবিষয়ে জানতে চায়লে উপজেলা প্রকৌশলী মো, আব্দুর রহমান বলেন এ সড়ক হাইওয়ের, আমাদের কাছে কোন তথ্য বা মাটিতে পড়ে থাকা সেতু উদ্ধার করার সুযোগ নেই।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!