মোঃ সাবিউদ্দিন: উন্নয়নের জন্য দরকার, শেখ হাসিনার সরকার”এই শ্লোগান নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখার গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর সোমবার বিকালে ফুলবাড়ীয়া শহরে এই গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের পূর্বে ফুলবাড়ীয়া পৌরসভা কার্যালয়ের সামনে উপজেলার বিভিন্ন সাংগঠনিক ইউনিট হতে নেতাকর্মীরা জড়ো হোন। সেখান মিছিল পূর্ব এক আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইমদাদু্ল হক সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাড. আব্দুর রাজ্জাক, জ্যেষ্ঠ যুগ্ম -সাধারণ সম্পাদক এম, এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি মোঃ ময়েজ উদ্দিন তরফদার, সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু কায়সার মিলন সাংগঠনিক সম্পাদক কেরামত আলী জিন্নাহ্, প্রচার সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ মাহাতাব উদ্দিন, যুবলীগ যুগ্ম আহবায়ক মোঃ মঞ্জুরুল ইসলাম রাসেল, স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি সুজন রতন দে, জাতীয় শ্রমিক লীগ যুগ্ম -আহবায়ক মোঃ মনির আহমেদ মনির প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, ৯ নং এনায়েতপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ বুলবুল হোসেন, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সম্পাদকসহ, অঙ্গ,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান পরে একটি বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাপ্ত হয়।