• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: জানার আছে যা যা

Reporter Name / ৬৩ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তিচ্ছু প্রার্থীরা আগামী ৪ নভেম্বর দুপুর ১২টা থেকে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন ফি ১০৫০ টাকা, তবে আইবিএ ইউনিটের আবেদন ফি ১৫০০ টাকা। সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের যে কোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিতে পারবেন।

পরীক্ষার সময়সূচি

চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন): ৪ জানুয়ারি ২০২৫, শনিবার

• কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার

• বিজ্ঞান ইউনিট: ১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

ব্যবসায় শিক্ষা ইউনিট: ৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ফার্মেসী অনুষদ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত সকল বিভাগ এবং সংশ্লিষ্ট ইনষ্টিটিউটে ভর্তির জন্য বিজ্ঞান ইউনিটে আবেদন করতে হবে।

কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটে ভর্তির জন্য কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন করতে হবে।

বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সকল বিভাগে ভর্তির জন্য আবেদন করতে হবে ব্যবসায় শিক্ষা ইউনিটে।

আর চারুকলা অনুষদভুক্ত সকল বিভাগে ভর্তির জন্য চারুকলা ইউনিট আবেদন করতেম হবে।

আইবিএ ইনস্টিটিউটে ভর্তির জন্য আইবিএ ইউনিটে আবেদন করতে হবে ভর্তিচ্ছুদের।

আবেদনের যোগ্যতাসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় দেওয়া হয়েছে।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!