• মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
চৌহালীতে ঘন ঘন লোডশেডিং জনজীবন অতিষ্ঠ চৌহালীতে দাখিল পরীক্ষায় নকল করায় বহিষ্কার-১ চৌহালীতে পরীক্ষার শুরুর ২০ মিনিটের মধ্যে প্রশ্নফাঁসের অভিযোগ থানায় ডায়েরি এনায়েতপুরে ছাত্রদল নেতা হত্যায় যুবদল আহ্বায়ক সহ দুইজন গ্রেফতার চৌহালীতে মাই টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত অপহরণের নাটক সাজিয়ে অভিনব কায়দায় প্রতারণা, মা-মেয়ে গ্রেপ্তার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষ্যে দেশব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা ও সহযোগিতা কার্যক্রম যমুনায় গোসলে নেমে মানসিক ভারসাম্যহীন কিশোর নিখোঁজ সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গমন করলেন সেনাবাহিনী প্রধান সাভারে কলেজ ছাত্রকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর মুক্তিপণ আদায়, আটক ২

চৌহালীতে অধ্যক্ষের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ

Reporter Name / ১২৩ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নিউজ ডেক্সঃ
সিরাজগঞ্জের চৌহালী সরকারি কলেজে এইচএসসির ফরম পুরনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে তথ্য চাওয়ায় এক সাংবাদিককে লাঞ্ছিত করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ।

প্রাপ্ত তথ্য জানা যায়, চৌহালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের নির্দেশে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে । মানবিক ও বাণিজ্য বিভাগে সরকার নির্ধারিত সর্বসাকুল্যে ফি ২২২৫ টাকার স্থলে ৩১৪৫ টাকা ও বিজ্ঞান বিভাগের ২৭৮৫ টাকা নির্ধারণ থাকলেও ৩৫৬৫ টাকা এবং অনলাইন ১০০ টাকা করে আদায় করা হচ্ছে। এবছর মোট পরীক্ষার্থী প্রায় ৩০০ জন।

এছাড়া বিগত বছরে এক বিষয়ে অকৃতকার্য প্রায় ৩৪৫ জন শিক্ষার্থী। তাদের কাছ থেকে ১৯৪৫ টাকা করে নেয়া হচ্ছে ।

অতিরিক্ত অর্থ দিয়ে ফরম ফিলাপে যমুনা চরের হতদরিদ্র অনেক পরিবারের শিক্ষার্থীর পক্ষে কষ্টসাধ্য ব্যাপার হয়েছে। তারা এর প্রতিবাদ ও অভিযোগ করে জানান, সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ নানা অজুহাতে ফরম ফিলাপে অতিরিক্ত টাকা নিচ্ছে। চাহিদা মতো টাকা না দিলে ফরম ফিলাপ করতে দিচ্ছে না।

এদিকে অভিযোগের বিষয়ে কলেজের অধ্যক্ষের কাছে বেসরকারি টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি ফরহাদ হোসেন তথ্য চাওয়ায় ক্ষিপ্ত হয়ে যায়। এসময় অফিসে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্ধীদের সামনে উত্তেজিত ভাষায় গানমন্দ করে হুমকি প্রদান করেন। এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে সাংবাদিক ফরহাদ হোসেন জানান, এইচএসসির ফরম ফিলাপে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে, এ তথ্য জানতে চাওয়া মাত্রই কলেজের অধ্যক্ষ অফিস কক্ষ্যে আমার উপর চড়াও হন। এছাড়া তোর কাছে শুনে শুনে আমি কলেজ চালাবো নাকি। আমার যা খুশি আমি তাই করব। তুই যা পারিশ করবি। এঘটনায় আইনী পদক্ষেপ নেওয়া হবে।

তবে অভিযোগ অস্বীকার করে চৌহালী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আনোয়ারুল ইসলাম বলেন, পরীক্ষার বোর্ড ফি ১৪৩০ টাকা, ব্যবহারিক পরীক্ষা ফি ৬৩০ টাকা, ট্রান্সক্রিপ্ট ফি ১৫০ টাকা, সনদ ১০০ টাকা, সরকারি বেতন ৪৮০ টাকা, রোবারস্কাউট ফি ২৫ টাকা, ম্যানেজমেন্ট ফি ৫০ টাকা, মসজিদ ও উন্নয়ন ২৫০ টাকা নেয়া হচ্ছে। তবে কোন উচ্চ বাক্য বিনিময়ই প্রত্যাশিত ছিল না।

এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল মিয়া জানান, ঘটনার সময় আমি জেলা আইনশৃঙ্খলা সভায় ছিলাম। তবে সরকারি নির্দেশনা মেনে অধ্যক্ষকে ফরম ফিলাপে বলা হয়েছে। অতিরিক্ত টাকা ফেরত দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!