মোঃ সাবিউদ্দিন: ছনকান্দা দ্বিমুখী আলিয়া মাদ্রাসার ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র মোঃ সুজন এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ফুলবাড়িয়ায় মেইন সড়কের উপর উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও এলাকাবাসী। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুর করিম ও ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুজ্জামান খান
মানববন্ধনে উপস্থিত হয়ে সুজন এর পরিবার সহ উপস্থিত সকলকে আশ্বস্ত করে বলেন, অতিবিলম্বে অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হবে।