• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০১ অপরাহ্ন

ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজে নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা-২০২৩ সভাপতি, ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম

Reporter Name / ১৬৬ Time View
Update : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: দীর্ঘ প্রায় সাত বছর পর ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজে নবগঠিত গভর্নিং বডির প্রথম সভায় নবাগত সভাপতি ড. মোহাম্মদ তাজুল ইসলাম এর আগমনকে ঘিরে শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। সভাপতি কলেজ ক্যাম্পাসে পদার্পন করলে প্রথমেই ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করেন।

রবিবার( ১অক্টোবর) দুপুরে উৎফুল্ল শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে গভর্নিং বডির সভাপতি সকল সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভর্নিং বডির প্রথম সভায় যোগদান করেন।

কলেজ ক্যাম্পাসে নতুন পরিচালনা পর্ষদকে গার্ড অব অনার প্রদান করে বিএনসিসি কলেজ প্লাটুন। সালাম গ্রহণ করেন গভর্ণিং বডির পক্ষে সভাপতি ও বাংলাদেশ কাস্টমস এর শুল্ক রেয়াত ও প্রত্যার্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম।

ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থী এবং শিক্ষকমন্ডলী হল আমার প্রাণ।কলেজটির পরিবেশ ডেলে সাজানো হবে। পরিকল্পিত ভাবে শিক্ষার সুন্দর পরিবেশ ফিরে আনা হবে।ছাত্র জীবনে মিথ্যা কথা বলেছি মা বাবার কাছে। চাকরির জীবনে মিথ্যা কথা বলি না। কলেজটিতে কেমনে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।শিক্ষক শিক্ষার্থীদের পরিবেশ দিতে হবে। ফুলবাড়িয়া কলেজে সেবা দিতে চাই আমরা সার্ভিস দল।

তিনি আরো বলেন,কলেজটিতে পরিবর্তন আনতে হবে।কলেজটিতে আর্থিক অবস্থা ভালো না সেই কারণে আউটসোসিং করতে হবে।কলেজটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যুৎসাহী সদস্য প্রফেসর মোঃ আমানউল্লাহ, প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, সদস্য মোঃ গোলাম মোস্তফা, আব্দুল মালেক সরকার, এডঃ মফিজ উদ্দিন মন্ডল,মোঃ গোলাম মোস্তফা, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক সাইফুন নাহার,সদস্য চান্দালি সরকার, শফিকুল ইসলাম তোতা,শফিকুল ইসলাম নয়ন,অধ্যক্ষ ভারপ্রাপ্ত মোঃ আমজাদ হোসেন প্রমুখ।মতবিনিময় সভা পরিচালনা করেন সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম।

শিক্ষকদের সাথে মতবিনিময়, এছাড়াও কলেজের শিক্ষক পরিষদ ও কর্মচারী পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ও গভর্নিং বডির অন্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!