• সোমবার, ১০ মার্চ ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
সাভারে নারী কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতার ড্রাইভার সাভারে অশ্লীল ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ, গ্রেপ্তার ১ চৌহালীতে পুরাতন জামে মসজিদ নিজের নামে নামকরণের অভিযোগ-(১) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে চৌহালীতে আলোচনা সভা  চৌহালীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা  কলেজ ছাত্র দলের কমিটি বাতিল করে নতুন কমিটির দাবিতে ছাত্র দলের একাংশের বিক্ষোভ মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের র‍্যালি চৌহালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া নতুন দলের নাম জাতীয় নাগরিক পার্টি; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার চৌহালী সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠন

সাভারে অশ্লীল ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ, গ্রেপ্তার ১

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫

ডেক্স রিপোর্টঃ
ঢাকার সাভারে প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণের পর তা ইন্টারনেটে ছড়ানোর ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে আয়াতুস সিয়াম (২৫) নামে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিবাগত (৯ মার্চ) রাতে সাভার পৌরসভার বিনোদবাইদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ওই ছাত্রীর (১৭) মা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

রবিবার সকালে মামলার একমাত্র আসামি আয়াতুস সিয়ামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল।

অভিযুক্ত আয়াতুস সিয়াম সাভার সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র ও সাভার পৌরসভার বিনোদবাইদ এলাকার হামিদুল হক সুমনের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আয়াতুস সিয়াম সাভার সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র ও ভুক্তভোগী মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সাভার সরকারি কলেজের বার্ষিক পিঠা উৎসবে আয়াতুস সিয়ামের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়। এ সময় ওই কলেজ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় সিয়াম। পরবর্তীতে পরিচয়ের সূত্র ধরে ওই ছাত্রীর সঙ্গে মোবাইলে নিয়মিত কথা বলতেন ও প্রেমের সর্ম্পক গড়ে তুলেন। এ সময় সিয়াম নিজে তার বন্ধু সাফার সহায়তায় অপর বন্ধু হোসেন সাঈদীর বাসায় ডেকে নিয়ে ওই ছাত্রীকে অচিরেই বিয়ে করবে বলে জড়িয়ে ধরে ও শারীরিক সম্পর্ক স্থাপন করে। দুই জনের একান্ত মুহূর্তের ভিডিও গোপনে মুঠোফোনে ধারণ করে সিয়াম। পরবর্তীতে সে ধারণকৃত ওই অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছড়ানোর ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করে আসছিল। সর্বশেষ ২০২৪ সালের ৯ আগষ্ট সিয়াম তার বাসায় ডেকে নিয়ে ওই ছাত্রীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ অবস্থায় ওই ছাত্রী ঘটনাটি সিয়ামের অভিভাবকদের অবগত করে দ্রুত বিয়ে করার জন্য অনুরোধ করেন। ওই সময় বৈষম্য বিরোধী আন্দোলনের পর স্বাভাবিক পরিবেশ তৈরি হলে ওই ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে করবে বলে সময় পাড় করতে থাকেন সিয়ামের পরিবার। এমন অবস্থায় সিয়াম হঠাৎ করে ওই ছাত্রীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়ে পরিবারের পরামর্শে অন্যত্র বিয়ের ব্যাপারে পাত্রী দেখাশোনা করছিল। নির্যাতিতা ছাত্রী পুনরায় সিয়ামের বাসায় বিয়ের দাবিতে কথা বলতে গেলে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ছাত্রীকে চুপ থাকতে হুমকি দিয়ে আসছিল সিয়াম।

এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, ধর্ষণের অভিযোগে
আয়াতুস সিয়ামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তের মোবাইল ও ল্যাপটপ জব্দ করে ফরেনসিক ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ওই ছাত্রীকে রবিবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!