গণশক্তি ডেস্কঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন হাজারো মানুষ। এতে চরম ভোগান্তিতে পড়েন দ্বীপবাসী।শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে সেন্টমার্টিনের মানুষ।
সেন্টমার্টিনে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ব্লু-মেরিন এনার্জি লিমিটেড জানিয়েছে, বাংলাদেশে স্কুব টেকনোলজি লিমিটেড নিয়ন্ত্রিত সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যারের সার্ভারে সমস্যা কারণে বিদ্যুতের এমন বিপর্যয় হয়েছে।
সেন্টমার্টিনের বাসিন্দা আব্দুল মালেক বলেন, “সেন্টমার্টিনের মানুষ এখন আইসিইউতে আছেন। সন্ধ্যা থেকে বিদ্যুৎ নেই। এদিকে সাগরে মাছ ধরা বন্ধ। পর্যটক আসা নিষিদ্ধ। জাহাজ চলাচল বন্ধ। একমাত্র হাসপাতালের কার্যক্রম বন্ধ। সব রুটি-রোজগারের পথ বন্ধ।”
জসিম উদ্দিন শুভ নামে আরেক বাসিন্দা বলেন, “সন্ধ্যা থেকে আলোহীন। পুরো দ্বীপ অন্ধকারে। মোবাইলে চার্জ নেই। এভাবে চলতে থাকলে দ্বীপের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাবে। নিজেদের জীবন বাঁচাতে ডিজেলচালিত জেনারেটর দিয়ে বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রের ব্যাটারি চার্জ করছি আমরা।”
জিমেইলঃ dailyjamunanews@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪