মোঃ সাবিউদ্দিন: পাঠকের হাতে হাতে ডা. আবু সাঈদ সরকারের সম্পাদনায় প্রকাশিত ‘স্বপ্ন প্রতিদিন’। ১৬ ডিসেম্বর বিজয় দিবস ২০২৩ উপলক্ষে প্রকাশিত ‘স্বপ্ন প্রতিদিন’ রূপে গুণে ও স্বাদে গন্ধে পাঠকের মন কাড়তে সক্ষম হয়েছে। যে কারণে বিপুল পরিমাণ পাঠকের হাতে শোভা পাচ্ছে ‘স্বপ্ন প্রতিদিন’।
এক অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে সম্পাদক ও প্রকাশক ডা. আবু সাঈদ সরকার বলেন ১৬ ডিসেম্বর ভোরের আলো ফোঁটার আগেই, শীতের কুয়াশাচ্ছন্ন সকালে ময়মসিংহের বিভিন্ন জেলা এবং উপজেলায় হাটে-বাজারে, রাস্তায়-দোকানে, ছোট-বড় অনেকের হাতে হাতে ছিল ‘স্বপ্ন প্রতিদিন’। দেখে মন জুড়িয়ে গেল। মনে মনে ভাবলাম, আমার জীবনের প্রতিটি ভোর যদি এবারের এই ১৬ ডিসেম্বরের মতো হতো! তাহলে কতই না ভাল হতো! বিভিন্ন স্থানে স্বেচ্ছাশ্রম দিয়ে মহান বিজয় দিবসের ভোরকে ‘স্বপ্ন প্রতিদিন’ -এর জন্য যারা আলোময় করেছেন আল্লাহ তাআ’লা তাদেরকে উভয় জাহানে উত্তম বিনিময় দান করুক। পত্রিকাটির জন্য শুভ কামনা রইলো।
জিমেইলঃ dailyjamunanews@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪