ডেস্ক রিপোর্টঃ
রাষ্ট্রপতি পদে শুন্যতা রাষ্ট্রীয় সংকট তৈরি করবে বলে মনে করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য
সালাহউদ্দিন আহমেদ
বললেন, সাংবিধানিক শুন্যতা চায় না বিএনপি।
রাষ্ট্রপতির অপসারণ নিয়ে বিএনপির অবস্থান ব্যখ্যা করে এ সব কথা জানান, সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৩ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে ফ্যাসিবাদের দোসররা যেনো সুযোগ নিতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।
এদিকে দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
জিমেইলঃ dailyjamunanews@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪