মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহ নগরীর মাসকান্দায় বিসিক শিল্প এলাকায় অভিযান চালিয়ে দুই বেকারিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার (২৩ আগস্ট) বিকালে বিসিক শিল্প এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান। তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির কারণে রয়েল বেকারিকে তিন লাখ ও রুমা বেকারিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৩০ দিনের মধ্যে প্রতিষ্ঠান দুটিকে খাবার তৈরিতে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ও শ্রমিকদের স্বাস্থ্য সনদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হবে। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মির্জা শাহরান হোসাইন, মনিটর কর্মকর্তা ইমরান হোসেন মোল্লাসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জিমেইলঃ dailyjamunanews@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪