স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের একটি পিস্তল, ৩টি রিভলবার, ৪৭ টি ককটেল, ৩টি ধারালো অস্ত্র, ২৭৯ নেশাজাতীয় ইনজেকশন ও ৫ বোতল ফেন্সিডিল রয়েছে। দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
ডিবির ওসি ফারুক হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ডিবি পুলিশ অস্ত্র ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে আসছে।
সোমবার রাতে ডিবির ওসি (ফারুক হোসেন) নেতৃত্বে ডিবির এসআই মোঃ আব্দুল জলিল, এসআই মোঃ রেজাউল আমীন বর্ষন, এএসআই মোঃ মিলন হোসেন, এএসআই মোজাম্মেল হোসেন, এএসআই শাহীন মিয়া ও সংগীয় ফোর্সসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পুরোহিতপাড়ায় অভিযান পরিচালনা করে।
এ সময় সেলিম মিয়ার বসত ঘরের ভিতর থেকে অবৈধভাবে হেফাজতে রাখা (সেলিম মিয়া) একটি পিস্তল, ৩টি রিভলবার, ৩টি দেশীয় ধারালো অস্ত্র, ৪৭টি ককটেল, নেশাজাতীয় ইনজেকশন ২৭৯ টি এবং ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় মোঃ সেলিম মিয়া ও মোঃ জামিল নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ওসি ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয় অবৈধ আগ্নেয়াস্ত্র, ককটেল ও মাদক কারবারী চক্রের সদস্য মর্মে প্রাথমিকভাবে জানা যায়। ক্রিমিনাল প্রোফাইল পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামী জামিলের নামে মাদক সংক্রান্ত চারটি মামলা রয়েছে। এ ছাড়া উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের সাথে জড়িত অন্যান্য পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
জিমেইলঃ dailyjamunanews@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪