মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহে ডিবির অভিযানে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৮ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি ফারুক হোসেন জানান, গত কিছুদিন ধরে নগরীতে ছিনতাইকারীদের উৎপাত বেড়ে যাওয়ায় নগরবাসীর শান্তি ও চলাচল নিরাপদ, নির্বিঘ্ন করতে পুলিশ সুপারের নির্দেশে কোতোয়ালি ও ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানে ডিবি পুলিশ সোমবার রাতে ৫ ছিনতাইকারীকে ২৮ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়।
ওসি ফারুক হোসেন আরো বলেন, সোমবার রাতে এসআই মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কালিবাড়ী মহারাজা রোড থেকে এ সব মাদকাসক্ত ছিনতাইকারীদেরকে গ্রেফতার করে। ছিনতাইকারী শাহ আলম রুমান, মোঃ প্রান্ত সরকার (আল আমিন), মোবারক হোসেন অন্তর, মোঃ খোরশেদ আলম ও তারিকুল হাসান তারেক। গ্রেফতারকৃত মাদকাসক্ত ছিনতাইকারীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারিরসহ শহরে ছিনতাইয়ের সাথে জড়িত। এদের প্রত্যেকের নামে ৪/৫টি করে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ দাবি করেছে।
জিমেইলঃ dailyjamunanews@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪