মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১০ অপরাধীকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই আশিকুল হাসান সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে শম্ভুগঞ্জ মোড় থেকে চুরি মামলার আসামী হীরাকে একটি ল্যাবটপ সহ গ্রেফতার করে।
এসআই মনিরুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে মোঃ রুমান মিয়া, মোঃ রানা, এসআই মাসুদ জামালী সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে কাঠগোলা এলাকা থেকে চুরি মামলার আসামী ফয়সাল গ্রেফতার করে। এসআই আরিফুল ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে চরশ্রীকলদী এলাকা থেকে অন্যান্য মামলার আসামী শ্রী লিটন, মোঃ নয়ন মিয়াকে গ্রেফতার করে। এসআই সাজ্জাদ হোসেন সজীব সংগীয় ফোর্সের সহায়তায় গাঙ্গঃ অন্যান্য মামলার আসামী মোঃ সেলিম সাজ্জাদ, দ্বীন ইসলাম গ্রেফতার করে।
এছাড়া এসআই কামরুল হাসান, এএসআই আবু সায়েম পৃথক অভিযান পরিচালনা পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করে। তারা হলো, পাটগুদাম এলাকার জয় ও সানকিপাড়ার বিপ্লব। তাদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
জিমেইলঃ dailyjamunanews@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪