সাইফুল ইসলাম তরফদার ময়মনসিংহ: গণশুনানী, ভূমি সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সেবা গ্রহীতাদের সেবা সহজিকরণ, নিয়মিত খাজনা পরিশোধের উপকারিতা, ঔষধি গাছের চারা রোপন, কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সেরা ভূমি উন্নয়ন কর দাতাদের মাঝে পুরস্কার বিতরণ সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে ফুলবাড়িয়ায় ভূমি সেবা সপ্তাহ উদযাপিত হয়েছে।
১৪ জুন বিকালে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সমাপনী দিনে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল। সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার এর সভাপতিত্বে ফুলবাড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম রুহুল আমিন, ভূমি সহকারী কর্মকর্তাসহ উপজেলা ভূমি অফিসে কর্মরতরা উপস্থিত ছিলেন।
‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’-এই প্রতিপাদ্যের আলোকে এবারের ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছিল গত ৮ জুন (শনিবার)।
জিমেইলঃ dailyjamunanews@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪