মোঃ সাবিউদ্দিন: বাংলাদেশের প্রথম রূপান্তরিত লিঙ্গের মডেল, অভিনেত্রী ও সংবাদ উপস্থাপিকা তাসনুভা আনান শিশির। একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ পরিবেশন করে বিশ্বব্যাপী খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। বর্তমানে যুক্ত আছেন যুক্তরাষ্ট্রের একটি থিয়েটারে।
এবার তাসনুভা আনছেন প্রথম কাব্যগ্রন্থ। নাম ‘পারিখ’। যা প্রকাশ হচ্ছে চলতি বছরের অমর একুশের বইমেলায়।
এই মডেল-অভিনেত্রী এখন বসবাস করছেন নিউইয়র্কে। বইটির নাম প্রসঙ্গে তিনি বললেন, ‘পারিখ শব্দটা হিজড়া সংস্কৃতি থেকে এসেছে। আমাদের গুরু মা-শিষ্যের মাঝ থেকেই এসেছে। পারিখ মানে হলে---প্রেমিক/প্রেমিকা বা লাভার। অন্যান্য সংস্কৃতির মতোই আমাদের হিজড়াদের সংস্কৃতি থেকে আচার, যাপন, বোধ উঠে যাচ্ছে। হিজড়া সংস্কৃতির ভালো দিকগুলো হারিয়ে যেতে বসেছে। হিজড়া কোনো লিঙ্গ পরিচয় নয়, এটা যে একটা সংস্কৃতি এটা অনেকেই জানেন না। এখানে ট্রান্সজেন্ডার, ট্রান্স ম্যান-ওম্যান, ইন্টারসেক্স মানষগুলো আমব্রেলা ট্রামের মধ্যে গুরু-শিষ্যের পরম্পরাতে মানুষ হয়, সেটা জানান দেওয়ার জন্যই এই নামটা বেছে নেওয়া।
নিজের লেখা প্রসঙ্গে তিনি বললেন, ‘লেখালেখির অভ্যাস ছোটবেলা থেকেই। দেয়ালিকা লিখতাম, স্কুলের সাময়িকীতে লিখতাম। তবে এখানে ছোটবেলার কোনো লেখা নেই। সবচেয়ে পুরনো কবিতাটা অনার্সের ফার্স্ট ইয়ারে লিখেছি। এতে দুটো চিঠি আছে—একটা আব্বু ও আম্মু কাছে। সব মিলিয়ে ৪৫টি কবিতায় বইটি প্রকাশ হচ্ছে।’
লেখার ধরন বিষয়ে তিনি জানান, এটা মূলত প্রেমের কবিতার বই। তার মতে, ‘প্রেম তো জীবনের অবিচ্ছেদ্য অংশ। কবিতায় আছে হাহাকার, না পাওয়ার, স্মৃতি মায়া, রোমন্থর, পিছুটান। আমি আমার যন্ত্রণাকে লিখে যাপন করি। অহরহ আমার শোককে শক্তিতে রূপান্তর করি। লেখার সময় আমার সঙ্গে থাকে প্রেম-ভালোবাসা-ছেদ।’
জানা যায়, পারিখ অন্বেষা প্রকাশন থেকে আসবে। ১ ফেব্রুয়ারি থেকে বইটি পাওয়া যাবে।
জিমেইলঃ dailyjamunanews@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪