সাইফুল ইসলাম তরফদার(ময়মনসিংহ): ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক।বৃহস্পত্তিবার (১৩জুন) ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চত্ত্বরে বৃক্ষরোপণ করেন- উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার, নাজির মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা-কমৃচারীবৃন্দ প্রমূখ। ভুমি সেবাগ্রহণকারীর উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার কাবীর জালাল বলেন, শতভাগ হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা। অনলাইনে নিয়মিত ভূমি কর পরিশোধ করুন।
এছাড়া আগে ভূমি করের হিসাব বাংলা বৈশাখ-চৈত্র মাস হিসাব করে হলেও এখন থেকে অর্থবছর জুলাই-জুন মাস ধরে হিসাব করা হবে। পরে উপস্থিত সদস্যকে পবিত্র ঈদুল আযহা-এর শুভেচ্ছা জানান।
জিমেইলঃ dailyjamunanews@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪