মোঃ সাবিউদ্দিন: আর চার মাস পর জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। তবে ভোটের দিন এখনো সুনির্দিষ্ট হয়নি বলে জানিয়েছেন তিনি।
রাজধানীর আগারগাঁওয়ে শনিবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আনিছুর বলেন, 'বলা যায়, ২০২৪ সালের গোড়ার দিকে, জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আমরা এখনো ভোটগ্রহণের কোনো তারিখ ঠিক করিনি।'
এর আগের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর।
প্রশিক্ষকদের প্রশিক্ষক (টিওটি) কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
আর এই প্রশিক্ষণের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গেল বলেও মন্তব্য করেন আনিছুর।
জিমেইলঃ dailyjamunanews@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪