মোঃ সাবিউদ্দিন: গতকাল শনিবার সকালে ১৫১ ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মালেক সরকারকে সংবর্ধনার আয়োজন করে 'ফুলবাড়িয়া কলেজ'।
কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুল্ক রেয়াত ও প্রত্যার্পন পরিদপ্তর জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার অতিরিক্ত মহা পরিচালক ও কলেজ গভর্নিং বডির সভাপতি ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ আব্দুল মালেক সরকার এমপি।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ, উপজেলা নির্বাহি অফিসার কাবেরী জালাল, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ, অধ্যক্ষ (চ.দা.) আমজাদ হোসেন, ডিজির প্রতিনিধি প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, সদস্য মোঃ গোলাম মোস্তফা, এড.মোঃ মফিজ উদ্দিন মন্ডল।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গভর্নিংবডি সদস্য চান্দালি সরকার, শফিকুল ইসলাম নয়ন, শফিকুল ইসলাম তোতা, মুক্তিযোদ্ধা এবি সিদ্দিক, শিক্ষক প্রতিনিধি সাইফুন নাহার, সদস্য ডাঃ মোঃ সেলিম রেজা, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ কামরুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত আলহাজ শরাফ উদ্দিন শর, ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃরুহুল আমিন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম রাকিব, কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল হাসানাত জনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অছেক বিল্লাহ শামীম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসানুল হক রিফাত সরকার, শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, মোঃরুহুল আমিন, শিক্ষক নাজমুল হক, অধ্যাপক আঃ হাকিম অব: প্রমুখ উপস্থিত ছিলেন।
কলেজ গভর্নিং বডির সভাপতি ডক্টর মুহাম্মদ তাজুল ইসলাম বলেন, এই কলেজটি প্রথম সারির কলেজ থাকা সত্ত্বেও সরকারি হয়নি। আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে চেয়ে দেখেন উন্নয়ন। মা যখন সন্তানের জন্য করেন তেমনি মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের জন্য কাজ করেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে ঢালিউড কুইন অপু বিশ্বাস, ভাব সংগীত শিল্পী সুলতানা ইয়াসমিন লায়লাসহ এক ঝাঁক শিল্পী সংগীত পরিবেশন করেন।
জিমেইলঃ dailyjamunanews@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪