মোঃ সাবিউদ্দিন: বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের এ তারিখ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
এদিকে তফসিল ঘোষণার পরপরই এটিকে স্বাগত জানিয়ে ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা অ্যাড. ইমদাদুল হক সেলিম, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাড. আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল আলম বাবলু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
জিমেইলঃ dailyjamunanews@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪