ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনারের বদলি আদেশ
নিউজ ডেক্সঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে ছাত্র জনতার উপর গুলির নির্দেশ দেওয়ায় অভিযুক্ত সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইসলাম নূরকে বদলির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় এ সিদ্ধান্তের পর মিষ্টি বিতরণ করা হয়। এর আগে ১ ডিসেম্বর রাতে রাসেল ইসলাম নূরকে অব্যাহতিসহ গ্রেপ্তারের দাবী জানিয়ে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় সাভার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা।
এ উপলক্ষে সাভার উপজেলার আশপাশের এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা মিষ্টি বিতরণ করেছেন
জিমেইলঃ dailyjamunanews@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪