ডেস্ক রিপোর্টঃ
চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গা এলাকার ফার্মপাড়ায় থানা ছাত্রদলের এক নেতার বাড়িতে এই ঘটনা ঘটে।
আহত ওই নেতার নাম শাহজামাল। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার জয়নুদ্দিন মোল্লার ছেলে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্পবিষয়ক সম্পাদক।
জানা গেছে, শনিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এরই জের ধরে প্রতিপক্ষ ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে শাহজামালকে। এতে তার একটি হাতের তিনটি আঙুল কেটে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালের উদ্দেশ্যে রাতেই চুয়াডাঙ্গা ত্যাগ করেছেন শাহজামাল।
আহত শাহজামাল বলেন, শনিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এরই জের ধরে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীরা মিলে আমাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে আমার একটি হাতের তিনটি আঙুল কেটে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করেছি।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, একজনকে কুপিয়ে জখম করেছে বলে শুনেছি। তার হাতের তিনটি আঙ্গুল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাকে থানায় এসে অভিযোগ বা মামলা করতে বলেছি।
জিমেইলঃ dailyjamunanews@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪