স্টাফ রিপোর্টার।
বহুলাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আছে ছাত্র নেই। দীর্ঘ এক যুগ ধরে নামে মাত্র ছাত্রের জন্য ৫ জন শিক্ষক রয়েছে। ছাত্র / ছাত্রী শুন্য প্রতিষ্ঠানে বেতন ভাতা নিচ্ছেন ৫ জন শিক্ষক। প্রধান শিক্ষক বলেন ৮৪ জন ছাত্র ছাত্রীরা নিয়মিত পাচ্ছে উপবৃত্তি। কিন্তু ছাত্র /ছাত্রীদের হাজিরা খাতা দেখলে ৩০ জন ছাত্র -ছাত্রীর তথ্য পাওয়া গেলেও তাদের এপ্রিল মাসের কোন হাজিরা নেই।
কে এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিম তার খুটির জোর কোথায় জানতে চায় চৌহালী বাসি। সরকারের লক্ষ্য লক্ষ্য টাকা বেতন নিচ্ছে প্রতি বছর ওই ৫ জন শিক্ষক।
তথ্য সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে উন্নয়ন প্রকল্প, স্লিপ কমিটি সহ নানামুখী কাজ বাবদ অর্থ কাজ না করেই হরিলুট করছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিম।
সহকারী শিক্ষকদের মুখে তালা পরলেও এসব বিষয়ের সততা রয়েছে। ক্লেস্টার অফিসার বর্তমান
স্কুল পরিচালনা পর্ষদ এর সভাপতির দায়িত্ব পালন করছেন এটিও শাহজাহান। স্কুল এর উন্নয়ন কাজে চেকে সাক্ষর দিলেই টাকা নিয়ে থাকেক এটিও শাহজাহান মিয়া। (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক এর বিষয়ে জানতে চাইলে এটিও শাহজাহান নানা রকম কথা বলেন এ প্রতিবেদককে।
প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ এর সাথে মুঠো ফোনে বার বার যোগাযোগ করতে চাইলে ফোন বন্ধ পাওয়া যায়।
জিমেইলঃ dailyjamunanews@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪