স্টাফ রিপোর্টারঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান(বীর উত্তম) এর ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (২ফেব্রয়ারী) রবিবার বিকেলে মানবমুক্তি সংস্থা মাঠে উপজেলা বিএনপির সভাপতি মো: জাহিদ মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি'র সহ-প্রচার সম্পাদক ও রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ক্বারী মোঃ মইনুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন মোল্লা, সাবেক সভাপতি মোঃ ইউনুস শিকদার, উপজেলা বিএনপির সহ সভাপতি মো, আরিফ বিএসসি, হাকিম বিএসসি, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন জাবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো, রবিউল ইসলাম বিএসসি, দপ্তর সম্পাদক রেজাউল করিম, মাওলানা মোহাম্মদ হজরত আলী, দেওয়ান মতিউর রহমান মতি, মা-ও মো, হাবিবুল্লাহ প্রমুখ।
চৌহালী উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মো, শামীম মোল্লা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলার ৯'শ শীতার্ত গরীব অসহায় সম্বলহীন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম বলেন বিএনপিতে কোন চাঁদাবাজ,দখলকারীর স্থান হবে না। আপনারা সময় থাকতে ভালো হয়ে যান। এসময় তিনি আরও বলেন আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশকে উন্নত রোল মডেল হিসেবে গড়ে তুলা হবে।
জিমেইলঃ dailyjamunanews@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪