স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের রেহাই পুকুরিয়া বাজার জামে মসজিদটি স্বপন শিকদারের ছেলে, মেয়ের নামে নাম করণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এলাকার যুবসমাজ ও মুরুব্বিরা। মসজিদে ধান করার নাম দেখিয়ে সন্তানদের নামে নাম করণ করায় এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে।
জানা গেছে এলাকার অল্প শিক্ষিত স্বপন সিকদার রেইাই পুখুরিয়া গ্রামের বাসিন্দা এবং আওয়ামী লীগের অর্থ যোগানদাতা। সে এক সময় বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হিসেবে নিজেকে দীর্ঘ দিন প্রচারণা করেন, সভাপতি পদে বসতে সে উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতাদের কে নিয়মিত মোটা অংকের অর্থ যোগান দিতো। তিনি গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী। লেখা পড়া বেশী না থাকলেও অর্থের দাপটে এলাকা বাসি জিম্মি তার কাছে । তাই তিনি অর্থকে কাজে লাগিয়ে ঐতিহ্যবাহি রেহাই পুকুরিয়া বাজার জামে মসজিদ সন্তানের নামে নাম করণ করেন এবং রাতারাতি মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বুনে যান। বিভিন্ন সুত্রে জানা যায়, গতকাল মসজিদ উদ্বোধন উপলক্ষে ইফতার পাটি ও মিলাদ মাহফিলে ব্যানার দেখেই ফুসকে উঠে বাজারের লেকজন, এলাকার যুবসমাজ। পরে আর উদ্বোধন করা হয়নি বলে জানান বাজারে লোকজন।
এবিষয়ে জানতে চাইলে স্বপন সিকদার বলেন, আমার জমিতে আমি পাকা মসজিদ নির্মান করলাম, তাই আমার সন্তানদের নামে নামকরণ করা দরকার।
চৌহালীতে পুরাতন জামে মসজিদ নিজের নামে নামকরণের অভিযোগ-অনুসন্ধান (২ ) দেখতে চোখ রাখুন
জিমেইলঃ dailyjamunanews@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪