নিউজ ডেক্সঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এসএসসির ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগে থানায় জিডি । মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার শুরুর ২০ মিনিটের মধ্যেই সামাজিক মাধ্যম ফেসবুকের ‘আমাদের চৌহালী গ্রুপথ নামে একটি গ্রুপে উল্লিখিত পাবলিক পরীক্ষার প্রশ্নপত্রটি আপলোড করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয় । এরপর চৌহালী উপজেলা প্রশাসন তৎপর হলে বেলা ১১টার দিকে গ্রুপ থেকে আপলোডকারীরা ওই প্রশ্নপত্র সরিয়ে ফেলেন।
এদিকে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে তোলপাড় শুরু হলে গ্রুপের অ্যাডমিন মনিরুল ইসলামের ও সানজিদা ইসলামের বিরুদ্ধে সাধারণ জিডি করা হয়।
পরবর্তীতে এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার খালিদ মাহমুদের মাধ্যমে চৌহালী থানায় একটি জিডি করা হয়।
চৌহালীর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন ‘আমাদের চৌহালী গ্রুপেথর অ্যাডমিন মনিরুল ইসলাম ঢাকায় বসবাস করেন এবং চৌহালী উপজেলার খাসপুকুরিয়া ইউনিয়নের বাসিন্দা। মনিরুল ইসলামের সাথে উপজেলা প্রশাসন যোগাযোগ করলে তিনি জানান যে, গত দশ বছর থেকে গ্রুপটি পরিচালনা করে আসছেন এবং ঢাকায় থাকেন।
এ তথ্য যারা আপলোড করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে, ‘আমাদের চৌহালী গ্রুপেথ ইংরেজি প্রথম পত্রের প্রশ্নফাঁসের ঘটনাটি নিয়ে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হৈচৈ শুরু হলেও পরীক্ষায় প্রভাব পড়েনি,পরীক্ষার হল বা কেন্দ্রের কেউ জড়িত থাকলে বোর্ড,অন্যথায় স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন,একটি জিডি হয়েছে, আমরা বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নিবো।
জিমেইলঃ dailyjamunanews@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪