নিজস্ব প্রতিনিধিঃ কালিগঞ্জ সাতক্ষীরা
পড়ো তোমার প্রভুর নামে"যিনি তোমাকে সৃষ্টি করেছেন"
এই প্রতিবাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর (বটতলা) ইকরা তা'লীমুল কুরআন নূরানী মাদ্রাসার উদ্যোগে সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান মোঃ আজগার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি এবং কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা শ্রেষ্ঠ মাধ্যমিক সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রত্যয় গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সিরাজুল ইসলাম, ডাঃ মুজিব-রুবি মডেল স্কুল এর সহকারী প্রধান শিক্ষক সাইফুল্লাহ, প্রত্যয় গ্রুপের ডি এম ডি শেখ নাজমুল হুদা। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান এবং শিক্ষকমণ্ডলী ও অভিভাবক- অভিভাবিকা মন্তলীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করা হয়। এছাড়াও শিক্ষার্থীরা তিন ভাষায় কুরআন তেলাওয়াত, ইংরেজি ও বাংলা বক্তৃতা, ইংলিশ কনভারসেশন, কবিতা আবৃত্তি, একক ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন। প্রতি বছরের ন্যায় এবছরেও উৎসব মুখর পরিবেশে অভিভাবক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জিমেইলঃ dailyjamunanews@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪