স্টাফ রিপোর্টার (ফুলবাড়িয়া): ১৫১, ময়মনসিংহ-৬, ফুলবাড়িয়া থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা আলহাজ্ব মোঃ আব্দুল মালেক সরকার এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১৫১, ময়মনসিংহ-৬, ফুলবাড়িয়া আসনের সাধারণ মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেছেন।
সোমবার (৮ এপ্রিল) দিনব্যাপী নিজ বাড়ি ১৫১, ময়মনসিংহ-৬ আসনে সাধারণ মানুষ এর মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। আলহাজ্ব মোঃ আব্দুল মালেক সরকার এমপির ছেলে ফুলবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসানুল আহমেদ রিফাত সরকার নিজ হাতে এসব ঈদ উপহার তুলে দেন সাধারণ জনগণকে হাতে।
আলহাজ্ব মোঃ আব্দুল মালেক সরকার এমপি বলেন, ঈদ মানে আনন্দ। এই আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা ১৫১, ময়মনসিংহ-৬ আসনের গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণের উদ্যোগ নিয়েছি। আল্লাহর রহমতে প্রতি বছর এই কার্যক্রম অব্যাহত থাকবে।
জিমেইলঃ dailyjamunanews@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪