নিউজ ডেক্সঃ
আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবছরে দিবসটির প্রতিপাদ্য ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা নির্বাহী অফিসার জুয়েল মিয়া।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তামান্না হক, প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, খাষপুকুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভার:)মো, হাবিবুর রহমান হাবলু, মো, আঃ হালিম মাস্টার প্রমুখ। এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তরের অধিনে সকল সমিতির নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্যাপনে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করে উন্নত বাংলাদেশ গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনেই আজকের নারী দিবস, নারীর শিক্ষার বিকল্প বাল্যবিবাহ ও নির্যাতন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অনুষ্ঠানে সভাপতি উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার।
লাল সবুজ ডট কম অনলাইন ই-কমার্স প্লাটফর্মে নারী উদ্যোক্তাদের দেশিয় পণ্য বিক্রি করে স্বাবলম্বী হতে পারে, ডোর টু ডোর,উঠান বৈঠক বাল্যবিবাহ, নারী নির্যাতন, শিক্ষা, স্বাস্থ্য বিষয়ে সচেতন, নারীদের বিভিন্ন ধরনের বৈষম্য, শিক্ষা স্বাস্থ্যসেবায় সীমাবদ্ধতা, সমান মুজুরীর অভাব, বাল্যবিবাহ ও নারী নির্যাতন ইত্যাদির বিরুদ্ধে সেচ্ছার হতে পারলেই নারী দিবস সার্থক হবে বলে বিশেষ অতিথি তামান্না হক এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের অদম্য মেয়েরা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বমহিমায় এগিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, বাল্যবিবাহ, উক্তোত্তা নারীর অর্জনকে স্বীকৃতি দিতে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদানসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই আলোকে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চৌহালীর নারী আয়শা সিদ্দিকা। সে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত হয়ে পুরস্কার ও ক্রেষ্ট গ্রহন করেন।
জিমেইলঃ dailyjamunanews@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪