মোঃ সাবিউদ্দিন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় সোমবার (১৮ ডিসেম্বর) নেমে পড়বেন প্রার্থীরা। আজ সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। প্রতীক নেওয়ার পর থেকেই ভোটের মাঠে পুরোদমে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।
১৫১, ময়মনসিংহ-৬, ফুলবাড়ীয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এডভোকেট মোঃ মোসলেম উদ্দিন এর নৌকা প্রচারণার জন্য মাগরিব বাদ আছিম বাজারে এক বিশাল মিছিলের আয়োজন করেন আছিম ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আবু রাসেল।
রাসেল এর ডাকে মাগরিব বাদ মুক্তিযোদ্ধা সংসদের সামনে উপস্থিত হন বিভিন্ন সংগঠন এর নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র সহ সর্বস্তরের জনগণ। আছিম বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার মুক্তিযোদ্ধা সংসদের সামনে গিয়ে শেষ হয় এই মিছিল। মিছিলে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ও নৌকার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় অংশগ্রহণকারীরা বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন।
জিমেইলঃ dailyjamunanews@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪