মোঃ সাবিউদ্দিন: আজ ১৮ নভেম্বর ২০২৩ ইং রোজ শনিবার, আছিম আইডিয়াল স্কুল মাঠে আছিম বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ইং এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
দক্ষিন ফুলবাড়িয়ার কৃতি সন্তান ও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ রাসেল খান এর সভাপতিত্মে আছিম বাজার ব্যবসায়ীদের উদ্যাগে প্রফুল্লতা ও আমেজ সৃষ্টি করার জন্য এবং "শেখ হাসিনা" আপার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য ব্যবসায়ীদের কাঁধে-কাঁধ মিলিয়ে উক্ত খেলায় সভাপতি'র দায়িত্ব পালন করেন। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী (বাটা শো-রুম) এর মালিক মোঃ সেলিম মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ মোশারফ হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ দুলাল মিয়া।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা, মোঃ জলিল মিয়া, মাসুম, শফিউল আলম, শেখ ফরিদ, সোহেল রানা, মোতালেব, জাকির হোসেন, মোঃ তোসার ইমরান সহ আছিম বাজারের ব্যবসায়ী বৃন্দ।
খেলার শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। ক্রিকেট টুর্নামেন্টে দুটি দল অংশ গ্রহণ করেন। খেলার উপহার ছিলো একটা বিশাল ষাঁড়। সভাপতি মোঃ আবু রাসেল তার বক্তৃতায় যুবসমাজকে উদ্দেশ্য করে বলেন ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ সভাপতি রাসেল বলেন সুন্দরভাবে পুরো টুর্নামেন্ট সম্পন্ন করায় ব্যবসায়ী ভাইদের কে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি আগামীতে আরও বড় আয়োজন করতে পারবো।
জিমেইলঃ dailyjamunanews@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪