স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ঈদুল ফিতর উপলক্ষে অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে, ১৩নং ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগ।
৮ এপ্রিল (সোমবার) রাতে, ১৩নং ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগ এর আহবায়ক মাজহারুল ইসলাম সজল ও যুগ্ম-আহবায়ক-১, মাহমুদুল হাসান ও সদস্য আল-আমিন হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেন।
মাজহারুল ইসলাম সজল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ একত্রে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতিগত ঐতিহ্য। ধর্ম যার যার উৎসব সবার’ মাননীয় প্রধানমন্ত্রীর এই উক্তি আজ দেশের সর্বমহলে প্রতিষ্ঠিত হয়েছে।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে মিলেমিশে ধর্মীয় উৎসব পালন করছে। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই। সব সময় আমাদের এই ভাতৃত্বের বন্ধন অটুট থাকবে।”
যুগ্ম-আহবায়ক-১, মাহমুদুল হাসান বলেন “যে কোনো সংকটে বাংলাদেশ ছাত্রলীগ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। আগামী ২০৪১ সালের উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মী অগ্রণী ভূমিকা পালন করবে।”
জিমেইলঃ dailyjamunanews@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪